রবিবার – ১০ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ –  ২৬শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

রবিবার – ১০ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ –  ২৬শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে ৪৮ ঘণ্টায় ২৩৪ মিলিমিটার বৃষ্টি

৪৮ ঘণ্টায় ২৩৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে পতেঙ্গা আবহাওয়া অফিস। এর মধ্যে শুক্রবার (৩০ মে) সকাল নয়টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ১৯২ মিলিমিটার।

বৈরী আবহাওয়ায় সাগর উত্তাল থাকায় বন্ধ হয়ে গেছে বহির্নোঙরে বড় জাহাজ থেকে ছোট জাহাজে পণ্য খালাস (লাইটারিং)। তবে বন্দরের জেটি, ইয়ার্ড, টার্মিনাল ও অফডকগুলোর আমদানি রপ্তানি কার্যক্রম চলছে।

পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা মো. ইসমাইল ভূঁইয়া জানান, ২৮ মে সকাল ৯টা থেকে আজ ৩০ মে সকাল ৯টা পর্যন্ত ১৯২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে পতেঙ্গায়। সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত এবং নদী বন্দরগুলোকে ২ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

তিনি জানান, অতি ভারী বৃষ্টি আজও অব্যাহত থাকবে। পাহাড়ধসেরও আশঙ্কা আছে।

লাইটার জাহাজের সিরিয়াল নির্ধারণকারী বিডব্লিউটিসিসি সূত্রে জানা গেছে, বৈরী আবহাওয়ার কারণে বৃহস্পতিবার (২৯ মে) লাইটার জাহাজ সিরিয়ালের বার্থিং মিটিং হয়নি। বুধবার ২৬২টি লাইটার জাহাজ সিরিয়াল নিলেও বহির্নোঙরে গেছে ৪৬টি।

সাগর উত্তাল থাকায় লাইটার জাহাজগুলো কর্ণফুলী নদীতে নোঙর করে আছে।