বৃহস্পতিবার – ৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ –  ২৩শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বৃহস্পতিবার – ৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ –  ২৩শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

ঢাবিতে ভর্তিতে বিশেষ সুবিধা পাবে জুলাই যোদ্ধাদের পরিবার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে বিশেষ সুবিধা পাবেন গণঅভ্যুত্থানে নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা।

তবে এই সুবিধা গেজেটভুক্ত নিহত এবং তালিকাভুক্ত আহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের জন্য শুধুমাত্র ২০২৪ – ২০২৫ শিক্ষাবর্ষের জন্য।

ওই শিক্ষাবর্ষের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে বিশেষ সুবিধা দেওয়া হবে বলে এক সংবাদ বার্তায় জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এতে বলা হয়েছে, পরিবারের সদস্য হিসেবে স্ত্রী – ছেলে – মেয়ে বিশেষ সুবিধা পাবেন। স্ত্রী – ছেলে – মেয়ে না থাকলে নিহত ও আহতদের ভাই – বোন এই সুবিধা পাবেন।

সম্প্রতি ডিনস কমিটির এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম।

প্রসঙ্গত, ২০১৮ সালে কোটা ব্যবস্থা বা বিশেষ সুবিধা বাতিলের দাবিতেই আন্দোলনের শুরু। গত বছরের জুলাইয়ে আবার কোটা ব্যবস্থা বা বিশেষ সুবিধা বাতিলের দাবিতে বৈষম্যবিরোধী আন্দোলন শুরু হয়। এই আন্দোলন অগাস্টে সরকার পতনের এক দফা দাবিতে গণ-অভ্যুত্থানে পরিণত হয়।