রবিবার – ১০ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ –  ২৬শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

রবিবার – ১০ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ –  ২৬শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

তিন হাজার কর্মী ছাঁটাই করবে ভলভো কারস

প্রায় তিন হাজার কর্মী ছাঁটাই করবে গাড়ি নির্মাতা ভলভো কারস। মূলত সুইডেনের অফিসভিত্তিক কর্মীদের ওপর এ সিদ্ধান্তের প্রভাব পড়বে। প্রায় তিন হাজার কর্মী ছাঁটাই করবে গাড়ি নির্মাতা ভলভো কারস। মূলত সুইডেনের অফিসভিত্তিক কর্মীদের ওপর এ সিদ্ধান্তের প্রভাব পড়বে।

চীনা প্রতিষ্ঠান গিলি হোল্ডিংয়ের মালিকানাধীন ভলভো কারস গত মাসে জানিয়েছে, ব্যবসা পুনর্গঠনে তারা প্রায় ১৯০ কোটি ডলার খরচ করবে।

বর্তমানে বিশ্বব্যাপী গাড়ি শিল্প বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মুখে রয়েছে। এর মধ্যে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত ২৫ শতাংশ শুল্ক, কাঁচামালের মূল্যবৃদ্ধি ও ইউরোপে বিক্রির ধীরগতি।

ভলভো কারস বলছে, ছাঁটাইয়ের পদক্ষেপ কঠিন হলেও কোম্পানির স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এদিকে গত মাসে কোম্পানিটির বৈশ্বিক বিক্রি ১১ শতাংশ কমেছে।

খবর: বিবিসি