বুধবার – ২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ –  ১৪ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বুধবার – ২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ –  ১৪ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

দেশে আসা সোনার বড় অংশই অবৈধ: এনবিআর চেয়ারম্যান

দেশে যেসব সোনা রয়েছে এবং প্রতিনিয়ত যা ঢুকছে তার বেশিরভাগ সোনাই অবৈধ পথে আসছে বলে দাবি করছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান। এছাড়া তিনি এই অবৈধ প্রক্রিয়ার সঙ্গে এনবিআরের কিছু কর্মকর্তা জড়িত থাকারও অভিযোগ করেন।

বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের নিয়মিত আয়োজন ‘মিট দ্য বিজনেস’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আবদুর রহমান খান বলেন, সোনার ব্যবসা খাত দীর্ঘদিন ধরে চোরাচালান, দুর্বল কমপ্লায়েন্স ও নীতিগত ঘাটতিতে জর্জরিত। এ স্বর্ণ ও গহনা খাতে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে রাজস্ব বোর্ড।

ব্যবসায়ীদের বিভিন্ন অভিযোগের উত্তরে এনবিআর চেয়ারম্যান বলেন, যারা সত্যিকার অর্থে সোনা আমদানি করতে চান, তাদের সুযোগ দেওয়া উচিত। বৈধপথে সোনা আমদানির জন্য বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিকভাবে দাবি উত্থাপন করলে সেক্ষেত্রে এনবিআর সহায়তা করবে।

এনবিআর চেয়ারম্যান বলেন, ব্যবসার প্রকৃত লেনদেন সঠিকভাবে নথিভুক্ত করা হলে ভবিষ্যতে টার্নওভার ট্যাক্সের প্রয়োজন হবে না। বরং প্রকৃত মুনাফার ভিত্তিতে কর আদায়ের পরিকল্পনা রয়েছে সরকারের।

আবদুর রহমান খান বলেন, সোনা চোরাচালানকে কেন্দ্র করে অনেকের জীবনহানি ঘটে। যা ব্যবসার জন্য কোনো ভালো দিক নয়। এ জন্য পার্শ্ববর্তী দেশগুলোর প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে একটি সুশৃঙ্খল ব্যবস্থা গড়ে তোলা এখন সময়ের দাবি, যা ব্যবসায়ীদের জীবনের ঝুঁকি কমাবে এবং এ খাতের উন্নয়ন করবে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সভাপতি এনামুলক হক খানের নেতৃত্বে এ খাতের ব্যবসায়ীরা অনুষ্ঠানে অংশ নেন এবং এনবিআর চেয়্যারম্যানের অবৈধ সোনা আসার অভিযোগ স্বীকার করেন ব্যবসায়ীরা।  তবে এঅপবাদ ও জটিলতা থেকে মুক্তি চান তারা।