রবিবার – ১০ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ –  ২৬শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

রবিবার – ১০ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ –  ২৬শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বাজেট সহায়তা ও রেলপথের জন্য ১ বিলিয়ন ডলার দেবে জাপান

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকের পর দুদেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এর আওতায় ঢাকাকে বাজেট সহায়তা, রেলপথের উন্নয়ন এবং অনুদান হিসেবে ১ দশমিক ০৬ বিলিয়ন ডলার দেবে টোকিও।

এর মধ্যে ৪১৮ মিলিয়ন ডলার উন্নয়ন নীতি ঋণ হিসেবে বাংলাদেশের অর্থনৈতিক খাতের সংস্কার এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধির জন্য দেওয়া হবে। এছাড়া জয়দেবপুর-ঈশ্বরদী রেলপথকে ডুয়েল-গেজ ডাবল লাইনে উন্নীত করার জন্য ৬৪১ মিলিয়ন ডলার লোন এবং বৃত্তির জন্য অনুদান হিসেবে আরও ৪ দশমিক ২ মিলিয়ন ডলার ঋণ দেবে টোকিও।

প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।

শুক্রবার (৩০ মে) টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার কার্যালয়ে তার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। সকালে অধ্যাপক ইউনূস প্রধানমন্ত্রীর দপ্তরে পৌঁছালে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

উভয় দেশের মধ্যে চলমান সহযোগিতার সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়টি বৈঠকে গুরুত্ব পায় বৈঠকে।