রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুল্লাহ হিল রাকিব স্যারের আকস্মিক মৃত্যু বাংলাদেশের তৈরি পোশাক (RMG) খাতের জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি ছিলেন, একজন প্রকৃত নেতা। যিনি বাংলাদেশের গার্মেন্টস শিল্পে নতুন দৃষ্টিভঙ্গি ও ভবিষ্যতের স্বপ্ন দেখেছিলেন। তাঁর মতো দূরদর্শী, মানবিক ও উদ্ভাবনী নেতৃত্ব আমাদের শিল্পে সত্যিই বিরল।
তিনি শুধু একজন সফল ব্যবসায়ী ছিলেন না, তিনি ছিলেন একজন দিক-নির্দেশক, তরুণ প্রজন্মের অনুপ্রেরণা।
অনেকেই তাঁকে দেখে শিখেছেন—কীভাবে মাটির কাছ থেকে উঠে এসে কিছু গড়ে তোলা যায়, যা দেশের জন্য কল্যাণকর হতে পারে।
আমার ব্যক্তিগত-পেশাগত যাত্রাও তাঁর হাত ধরেই শুরু। আমার RMG জীবনের প্রথম পদক্ষেপ ছিল তাঁর প্রতিষ্ঠানে। এবং এ খাত থেকে সরে আসার আগ পর্যন্ত তিনিই ছিলেন আমার শেষ বস। এক দশকেরও বেশি সময় তাঁকে কাছ থেকে দেখার সৌভাগ্য আমার হয়েছে। তিনি আমার জন্য শুধু একজন বস ছিলেন না, ছিলেন একজন অভিভাবক; যিনি আমাদের প্রতিদিন শেখাতেন সময়ের মূল্য, শৃঙ্খলা, সততা ও দায়িত্ববোধের গুরুত্ব।

রাকিব স্যার ছিলেন শিক্ষা ও শিল্পের মধ্যে দৃঢ় সেতুবন্ধন। তিনি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ফ্যাশন ইনস্টিটিউট ও তরুণ শিক্ষার্থীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতেন। কর্মশালা আয়োজন, প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা এবং বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দিয়ে তিনি ভবিষ্যৎ প্রজন্মকে প্রস্তুত করতে চেয়েছেন। ছিলেন একজন সমাজসেবকও।
রাকিব স্যারের এ অসময়ে চলে যাওয়া আমাদের মনে করিয়ে দেয়—কারো শূন্যতা শুধু ব্যক্তিগত নয়, পেশাগত ও জাতীয় পরিসরেও কতটা গভীর হতে পারে। তাঁর অবদান, শিক্ষা এবং রেখে যাওয়া দৃষ্টিভঙ্গি আমাদের পথ দেখাবে আরও বহুদিন। আল্লাহ যেনো তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমিন।
লেখক: সাবেক ম্যানেজার, সাসটেইনেবল ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, টিম গ্রুপ।