বৃহস্পতিবার – ৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ –  ২৩শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বৃহস্পতিবার – ৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ –  ২৩শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

সকালে জিরা পানি খাওয়ার উপকারিতা জানেন? দেখুন নিয়ম

জিরা পানি খাওয়ার সঠিক উপায় দেখে নিন-

প্রস্তুত করার পদ্ধতি-
উপকরণ:
১ চা চামচ জিরা
১ কাপ পানি (প্রায় ২৫০ মিলি)

পদ্ধতি ১: ভিজিয়ে রাখা
রাতে ঘুমানোর আগে ১ চা চামচ জিরা এক কাপ পানিতে ভিজিয়ে রাখুন।
সকালে উঠে খালি পেটে সেই পানি ছেঁকে পান করুন।
চাইলে পানি সামান্য গরম করে নিতে পারেন।

আরও পড়ুন: খালি পেটে দারুচিনির পানি খেলে কী হয় জানেন?

পদ্ধতি ২: ফুটিয়ে নেয়া
১ কাপ পানিতে ১ চা চামচ জিরা দিয়ে ফুটান ৫–৭ মিনিট।
একটু ঠান্ডা হলে ছেঁকে নিন।
খালি পেটে সকালে পান করুন।

কখন খাবেন?
ঘুম থেকে উঠে খালি পেটে (ব্রাশ করার পরে) পান করুন।
পানি খুব গরম বা খুব ঠান্ডা না হওয়াই ভালো — হালকা গরম থাকলে সবচেয়ে ভালো।

আরও পড়ুন: গরমে শসা কেন খাবেন?

কিছু সতর্কতা-
অতিরিক্ত খাওয়া ঠিক নয় — দিনে ১বার খাওয়াই যথেষ্ট।
গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা থাকলে খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন।