বুধবার – ৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ –  ২২শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বুধবার – ৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ –  ২২শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

অদৃশ্য শত্রু: কোলেস্টেরলের ভয়াল ছায়া

কোলেস্টেরল নিয়ে আপনার হয়তো কোনো মাথা ব্যথা নেই। এমনকি ডায়াবেটিস কিংবা হার্টের অসুখ থাকা সত্ত্বেও কোলেস্টেরল নিয়ন্ত্রণে আপনি কোনো ওষুধ খাচ্ছেন না।তবে আপনি ভুল করছেন।

জানা যায়- কোলেস্টেরল নিয়ন্ত্রণের ব্যাপারটি শুধু শরীরের লিপিড লেভেল নিয়ন্ত্রণের সঙ্গেই জড়িত নয়, বরং মানুষের হৃদরোগ জনিত সব সম্ভাবনাই এর সঙ্গে সংশ্লিষ্ট।

বয়স, ওজন এবং রক্তচাপ প্রভৃতি বিষয়ের পাশাপাশি কোলেস্টেরলও হার্টের অসুখ নির্ধারণের ক্ষেত্রে অন্যতম নিয়ামক।

এছাড়া ডায়াবেটিকের রোগীদেরও কোলেস্টেরল সহনীয় মাত্রায় রাখতে নিয়মিত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিৎ।

কারণ অতিরিক্ত কোলেস্টেরল এসব রোগীর ঝুঁকি বাড়ায়।

তাই কোলেস্টেরল নিয়ন্ত্রণে ব্যবস্থা নিতে আর দেরি নয়, দেরি করলে ফাঁকিতে পড়বেন আপনিই।