বৃহস্পতিবার – ৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ –  ২৩শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বৃহস্পতিবার – ৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ –  ২৩শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

অনলাইন জুয়া বন্ধে বাণিজ্যিক ব্যাংকগুলোর জন্য নির্দেশনা জারি

অনলাইনভিত্তিক জুয়া প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার (২৮ মে) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে দেশের সব বাণিজ্যিক ব্যাংকে পাঠিয়েছে।

প্রয়োজনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সহায়তা নিতে হবে। সংশ্লিষ্টতা বিবেচনায় মার্চেন্ট বা গ্রাহকের ঠিকানায় সশরীরে পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করতে হবে।

কোনো গ্রাহক বা মার্চেন্টের অনলাইন জুয়া কার্যক্রমে জড়িত থাকার প্রমাণ মিললে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে।

অনলাইনভিত্তিক জুয়ার ক্ষতিকর প্রভাব সম্পর্কে গ্রাহকদের মধ্যে সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম পরিচালনা করতে হবে।

কোনো মার্চেন্ট যে ঠিকানায় ব্যবসা পরিচালনার কথা উল্লেখ করে গ্রাহক হয়েছেন, তিনি প্রকৃতপক্ষে সেই স্থানেই ব্যবসা পরিচালনা করছেন কি না, তা নিশ্চিত করতে হবে।

এ ছাড়া ২০২৫ সালের সাইবার সুরক্ষা অধ্যাদেশের (২১ মে/২৫) নির্দেশনা যথাযথভাবে পরিপালন করতে ব্যাংকগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে।