মঙ্গলবার – ২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ –  ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

মঙ্গলবার – ২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ –  ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

জেনে নিন: জানুয়ারির পাঁচটি শৈত্যপ্রবাহের পূর্বাভাস

টানা শৈত্যপ্রবাহে কাঁপছে দেশ। গত এক সপ্তাহ ধরে অব্যাহত শীতে বিপর্যস্ত জনজীবন। শৈত্যপ্রবাহের সঙ্গে কুয়াশা ও হিমেল হাওয়া শীতের তীব্রতাকে আরও বাড়িয়ে দিচ্ছে। ফলে গ্রামে শহরে জেঁকে বসেছে তীব্র শীত।

আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটির বৈঠকে জানুয়ারি মাসের পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসে দেশের দিন ও রাতের তাপমাত্রা মোটামুটি স্বাভাবিক থাকতে পারে। তবে এ সময়ের মধ্যে চার থেকে পাঁচটি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, জানুয়ারিতে দুই থেকে তিনটি মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ (৮-১০ ডিগ্রি থেকে ৬-৮ ডিগ্রি সেলসিয়াস) এবং এক থেকে দুটি মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ (৬-৮ ডিগ্রি থেকে ৪-৬ ডিগ্রি সেলসিয়াস) হতে পারে। তীব্র শৈত্যপ্রবাহের সময় দেশের কোনো কোনো এলাকায় তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার আশঙ্কা রয়েছে।’

এদিকে, দেশে গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিরাজগঞ্জে ৯ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।