বুধবার – ২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ –  ১৪ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বুধবার – ২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ –  ১৪ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রাকৃতিক দুর্যোগেও সচল বন্দর: লাইটারিং বন্ধ, তবু চলছে পণ্য খালাস

চট্টগ্রামে টানা ভারি বৃষ্টিপাত ও উত্তাল সমুদ্রের মধ্যেও চট্টগ্রাম বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিকভাবে চলমান রয়েছে। তবে বহির্নোঙরে পণ্য খালাসে ব্যবহৃত লাইটার জাহাজের চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

বাংলাদেশ ওয়াটার ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন সেলের (বিডব্লিউটিসিসি) কনভেনর সাঈদ আহমেদ গণমাধ্যমকে জানান, বৈরী আবহাওয়ার কারণে বৃহস্পতিবার (২৯ মে) লাইটার জাহাজের বার্থিং মিটিং অনুষ্ঠিত হয়নি। ২৬ মে পর্যন্ত ২৬২টি লাইটার জাহাজ বহির্নোঙরে যাওয়ার অনুমতি পেলেও এখন পর্যন্ত মাত্র ৪৬টি জাহাজ সেখানে পৌঁছেছে।

পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা মো. ইসমাইল ভূঁইয়া জানান, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর এবং নদীবন্দরগুলোকে ২ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শুক্রবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১৯২ মিলিমিটার এবং ৪৮ ঘণ্টায় ২৯৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারি বর্ষণ আজও অব্যাহত থাকতে পারে বলে তিনি জানান।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দরের জেটি, টার্মিনাল, ইয়ার্ড এবং অফডকগুলোতে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।

বন্দরের সচিব ওমর ফারুক বলেন, “প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও কার্যক্রম সচল রাখতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। পরিস্থিতি খারাপ হলে আবহাওয়া অফিসের পরামর্শ অনুযায়ী তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া হবে।”