মঙ্গলবার – ২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ –  ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

মঙ্গলবার – ২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ –  ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্যবসায়ী শওকত আলী চৌধুরীকে আটকের খবর ‘গুজব’ ও ‘ভিত্তিহীন’

দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী মো. শওকত আলী চৌধুরী গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে আটক হয়েছেন বলে বিভিন্ন অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে যে খবর ছড়িয়েছে, তা সত্য নয় বলে নিশ্চিত করেছে তাঁর পরিবার।

পরিবার এই খবরকে ‘ভিত্তিহীন’ ও ‘উদ্দেশ্যপ্রণোদিত গুজব’ বলে দাবি করেছেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু প্রতিবেদনে দাবি করা হয়, ডিবি পুলিশ শওকত আলী চৌধুরীকে আটক করেছে। তবে সেসব প্রতিবেদনে কোনো আনুষ্ঠানিক সূত্র, মামলা সংক্রান্ত তথ্য কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল কোনো কর্মকর্তার বক্তব্য উল্লেখ করা হয়নি। এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

এ বিষয়ে যোগাযোগ করা হলে শওকত আলী চৌধুরীর পরিবারের এক সদস্য ট্রেড ট্রিবিউনকে জানান, শওকত আলী চৌধুরীকে কোনো আইনশৃঙ্খলা বাহিনী আটক বা গ্রেপ্তার করেনি। প্রচারিত খবরটির সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।

পরিবারসূত্র আরও জানায়, এটি সম্পূর্ণ গুজব এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের পরিবারের সম্মান ক্ষুণ্ন করার একটি অপচেষ্টা মাত্র। তিনি এই ধরনের বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।