মঙ্গলবার – ২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ –  ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

মঙ্গলবার – ২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ –  ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

মঞ্চে লোপেজ–ঝড়

‘এটা একেবারেই অবিশ্বাস্য। আমি বাক্‌রুদ্ধ। আজকের অনুষ্ঠানে নিজে যদি উপস্থিত থাকতে পারতাম!’ ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে কথাগুলো বলতে বলতে আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন বিলি আইলিশ। ২৩ বছর বয়সী গায়িকা যখন ইউরোপ সফরে, তখন আটলান্টিকের ওপারে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে তখন বসেছে ৫১তম আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডসের আসর। সেখানেই আসরের সর্বোচ্চ সাত পুরস্কার জিতেছেন বিলি। একেই বোধ হয় বলে, না থেকেও সব নিয়ে যাওয়া।

সমালোচকদের কাছে ব্যাপক প্রশংসিত অ্যালবামটি মুক্তির পর ২০টি দেশের টপ চার্টের শীর্ষে ছিল। এ অ্যালবামের জন্যই প্রায় সব পুরস্কার পেয়েছেন গায়িকা। অ্যালবামটির সবচেয়ে জনপ্রিয় গান ‘বার্ডস অব আ ফেদার’ হয়েছে বর্ষসেরা গান।

পুরস্কার না জিতেও অনুষ্ঠানের সব আলো নিজের দিকে কেড়ে নিয়েছেন জেনিফার লোপেজ। প্রায় এক দশক পর অনুষ্ঠানটির সঞ্চালনা করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন।

আয়োজনের শুরুতেই এই গায়িকা-অভিনেত্রীর পরিবেশনা ছিল। ছয় মিনিটের সেই পরিবেশনায় ছিল ২৩টি মনোনীত গানের সংকলন।

তথ্যসূত্র: রয়টার্স