রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সংঘটিত মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চট্টগ্রাম জেলা শাখা।
বুধবার (২৪ জুলাই) চট্টগ্রাম নগরীর মুরাদপুর এলাকার আলমগীর খানকাহ শরীফে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের অন্যতম সংগঠক এস এম ইকরাম হোসাইনের সার্বিক ব্যবস্থাপনায় এবং ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের নির্দেশনায় এই আয়োজন করা হয়।
আয়োজক এস এম ইকরাম হোসাইন বলেন, “দুর্ঘটনার দিনটিতে আমাদের অস্থিরতায় কেটেছে। যেমনটি সীতাকুণ্ড ট্রাজেডির সময় আমরা চট্টগ্রামবাসী মানবিকতার সর্বোচ্চ উদাহরণ রেখেছিলাম, তেমনি মাইলস্টোনের নিষ্পাপ প্রাণগুলোর পাশে দাঁড়াতে না পারার কষ্ট আজও পোড়ায়। দূরত্ব আমাদের বাধা হলেও, দোয়া করার মধ্য দিয়েই আমরা পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।”
তিনি আরও বলেন, “যখন অন্যান্য দলগুলো শোকের মাঝেও রাজনৈতিক শোডাউন, ভোটের হিসাব-নিকাশ আর ক্রেডিটবাজিতে ব্যস্ত, আমরা অন্তত নীরবে মানবিক দায়িত্ববোধ থেকে কিছু করার চেষ্টা করেছি। আল্লাহ কবুল করুন।”
মাহফিলে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিজেপির নেতৃবৃন্দ—সোহেল তালুকদার, জসীম উদ্দিন, মাসুদুজ্জামান, শওকত আলী, সোলাইমান, হাবিন প্রমুখ।
মাহফিল শেষে মাইলস্টোন দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য বিশেষ মোনাজাত করা হয়।