বুধবার – ২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ –  ১৪ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বুধবার – ২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ –  ১৪ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

লিপস্টিকের ঠোঁটে বাজেটের কামড়!

আমদানি শুল্ক দ্বিগুণ হওয়ায় দাম বাড়বে লিপস্টিকসহ প্রসাধনী সামগ্রীর। সোমবার (২ জুন) উপস্থাপিত বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, লিপস্টিক আমদানির জন্য নির্ধারিত ন্যূনতম শুল্কহার দ্বিগুণ করে কেজিপ্রতি ৪০ ডলার করা হয়েছে, যা আগে ছিল ২০ ডলার।

এছাড়া লিপ লাইনার, লিপগ্লস, লিপজেল এবং এ ধরনের অন্যান্য পণ্যের জন্যও কেজিপ্রতি ২০ ডলার হারে ন্যূনতম শুল্ক নির্ধারণ করা হয়েছে।

চোখের প্রসাধনী (আইশ্যাডো, আইলাইনার, আইব্রো পেনসিল, মাসকারা ইত্যাদি) পণ্যের ন্যূনতম শুল্ক ৭ ডলার থেকে বাড়িয়ে ১০ ডলার করার প্রস্তাব করা হয়েছে।

এছাড়া ম্যানিকিওর ও পেডিকিওরের জন্য ব্যবহৃত পণ্য এবং প্রসাধনী পাউডারের ক্ষেত্রে শুল্কহার দ্বিগুণ করে ৫ ডলার থেকে ১০ ডলার করার প্রস্তাব রাখা হয়েছে।

ফলে এসব পণ্যের দাম আগামী অর্থবছর থেকে উল্লেখযোগ্য হারে বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।