বুধবার – ৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ –  ২২শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বুধবার – ৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ –  ২২শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

শাহজালাল থেকে উড্ডয়নের পরই প্লেনের ইঞ্জিনে আগুন, বাঁচলেন আরোহীরা

মঙ্গলবার (২০ মে) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, তার্কিশ এয়ারলাইন্সের টিকে ৭১৩ ফ্লাইটটি (এয়ারবাস এ৩৩০-৩০৩) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল ৭টা ৯ মিনিটে ২৮০ জন যাত্রী নিয়ে তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশে রওনা দেয়। উড্ডয়নের পরপরই পাইলট একটি ইঞ্জিনে কিছুটা স্পার্ক দেখতে পান। 
 
তখন পাইলটের তাৎক্ষণিক সিদ্ধান্তে ফ্লাইটটি বিমানবন্দরে ফিরে আসে জানিয়ে তিনি বলেন, ডান দিকের ইঞ্জিনে বার্ড হিটের ফলে ধোঁয়ার সৃষ্টি হওয়ায় পাইলট সতর্কতামূলকভাবে অত্যন্ত দক্ষতার সঙ্গে সকাল ৮টা ১ মিনিটে জরুরি অবতরণ করেন। যাত্রীরা নিরাপদ আছেন। বিমানটিতে ২৮০ জন যাত্রী ছিলেন। আর ১১ জন ছিলেন ক্রু।