চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ধর্মীয় আবহ, ভাবগাম্ভীর্য ও শিক্ষার্থীদের উৎসবমুখর অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.)।
পদুয়া সম্মিলনী বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দিনব্যাপী আলোচনা সভা, দোয়া মাহফিল এবং নাত, কেরাত ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন—দক্ষিণ রাংগুনিয়া পদুয়া ডিগ্রি কলেজের সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক লায়ন আলহাজ্ব শওকত আলী নূর। উদ্বোধক ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কাজী মোহাম্মদ আবছার উদ্দীন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি মো. আরজু ইসলাম রানা।
স্বাগত বক্তব্য রাখেন—বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু রাধেশ্যাম দেবনাথ। প্রধান বক্তা ছিলেন পদুয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা জয়নাল আবেদীন আলকাদেরী। বিশেষ বক্তা ছিলেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য মাওলানা মনোয়ার কামাল আলকাদেরী।
বিশেষ অতিথি ছিলেন শিক্ষক প্রতিনিধি মো. ইকবাল হোসেন, পদুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি সদস্য মো. নুরুল ইসলাম, সমাজসেবক ও রাজনীতিবিদ মো. নুরুল আলম, মো. দলোয়ার হোসেন তালুকদার, সোশ্যাল ইসলামী ব্যাংকের
সিনিয়র অফিসার মো. আব্দুল কায়ুম, মো. মাহাবুব আলম, মো. ইসলাম, মো. রাসেল, মো. নাসির উদ্দীন রক্সি, মো. কামাল উদ্দিন ও মো. লালু সওদাগর।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক মো. আলী এবং অঞ্জন দে।
অনুষ্ঠানে বক্তারা ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য তুলে ধরে বলেন—মহানবী হযরত মুহাম্মদ (দ.) মানবজাতির মুক্তির দিশারী। তাঁর জীবনাদর্শ অনুসরণেই মুসলমানদের প্রকৃত কল্যাণ নিহিত রয়েছে। তাঁরা বলেন, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, মানবিক মূল্যবোধ ও ধর্মীয় চেতনায় আলোকিত হয়ে গড়ে উঠতে হবে।