বুধবার – ২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ –  ১৪ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বুধবার – ২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ –  ১৪ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

আপনার জন্য ‘কাফনের কাপড়’ পাঠালাম

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বিএনপির প্রার্থী ও চারবারের সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে হুমকি দিয়ে ডাকযোগে কাফনের কাপড় ও উড়োচিঠি পাঠানো হয়েছে। রোববার (৪ জানুয়ারি) সকালে এই চিঠি পাওয়ার পর তিনি নিজের জীবনের নিরাপত্তা চেয়ে উখিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী জানান, রবিবার সকাল ৯টার দিকে ডাক বিভাগের পিয়ন তাঁর বড় ভাই শাহজাহান চৌধুরীর বাড়িতে একটি চিঠি দিয়ে যান। খামটি খোলার পর দেখা যায়, ভেতরে একটি সাদা কাফনের কাপড়ের টুকরা এবং একটি হুমকিধমকিমূলক চিঠি রয়েছে। চিঠিতে শাহজাহান চৌধুরীকে নির্বাচন থেকে সরে না দাঁড়ালে হত্যা করা হবে এবং ‘শরিফ ওসমান হাদির’ মতো পরিণতি বরণ করতে হবে বলে উল্লেখ করা হয়।

চিঠিটিতে প্রেরকের নাম হিসেবে মুমিনুল আলমের নাম উল্লেখ করা হয়েছে, যিনি নিজেকে কথিত ‘ব্যাটালিয়ন-৭১ কক্সবাজার’ নামক একটি সংগঠনের আঞ্চলিক কো-অর্ডিনেটর হিসেবে পরিচয় দিয়েছেন। চিঠির ভাষায় লেখা ছিল—‘জনাব, আসসালামু আলাইকুম। আশা করি, নির্বাচন নিয়ে ব্যস্ত আছেন। আপনার নিকট অনুরোধ রইল, আপনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত থাকুন। অন্যথায় আপনার পরিণতি শরিফ ওসমান হাদির মতো হবে। আশা করি, বুঝতে পেরেছেন। আপনি ২৪ ঘণ্টা আমাদের কিলিং স্কোয়াডের নজরদারিতে আছেন। আপনার জন্য একটি কাফনের কাপড় উপহার হিসাবে পাঠালাম।’

এ বিষয়ে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরী জানান, কক্সবাজার সদরের ডাকঘর থেকে এই চিঠি পাঠানো হয়েছে। চিঠির বক্তব্য অত্যন্ত উদ্বেগজনক, কুরুচিপূর্ণ এবং পরিকল্পিত ষড়যন্ত্রের ইঙ্গিত বহন করে।

তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এই খবরটি দেখার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাঁকে ফোন করেছিলেন। তারেক রহমান তাঁকে এ ধরনের হুমকিতে সাহস না হারিয়ে নির্বাচনের মাঠে পুরোদমে কাজ করার নির্দেশ দিয়েছেন।

শাহজাহান চৌধুরী স্পষ্ট জানিয়ে দেন, তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াবেন না এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ বলেন, বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরীকে হুমকির ঘটনায় থানায় সাধারণ ডায়েরি নথিভুক্ত করা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।