রবিবার – ১০ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ –  ২৬শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

রবিবার – ১০ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ –  ২৬শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বাজেট ২০২৫-২৬: বিচার খাতে অগ্রাধিকার, রেকর্ড বরাদ্দ

আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে জনশৃঙ্খলা ও নিরাপত্তা খাতে ৩৩ হাজার ৫৪২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে বিচার বিভাগের পরিচালন ও উন্নয়ন খাতে উল্লেখযোগ্য অর্থ রাখা হয়েছে।

সোমবার (২ জুন) জাতীয় বাজেট বক্তৃতায় অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এ তথ্য জানান।

বাজেট উপস্থাপনকালে জানানো হয়, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ সুপ্রিম কোর্ট পরিচালনায় ২৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা গত অর্থবছরের সংশোধিত বাজেট ছিল ২৫২ কোটি টাকা।

এছাড়া, আইন ও বিচার বিভাগ পরিচালনার উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ২ হাজার ১৫ কোটি টাকা, যা গত অর্থবছরের সংশোধিত বাজেট ছিল ১ হাজার ৯২২ কোটি টাকা।

সরকার বিচার ব্যবস্থার উন্নয়ন ও সংস্কারে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে বলেও জানান উপদেষ্টা।

তিনি উল্লেখ করেন, সারা দেশের অধস্তন আদালতসমূহ তত্ত্বাবধানের জন্য হাইকোর্ট বিভাগের ১৩ জন বিচারপতির সমন্বয়ে ১৩টি মনিটরিং কমিটি গঠন করা হয়েছে, যার ফলে মামলা নিষ্পত্তির হার বৃদ্ধি পেয়েছে। বিচারক নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে ‘সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫’ জারি করা হয়েছে।

একটি আন্তর্জাতিক মানের জুডিশিয়াল একাডেমি স্থাপনের জন্য জমি অধিগ্রহণ করা হয়েছে, যেখানে বিচারক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের আধুনিক প্রশিক্ষণ দেওয়া হবে।বাজেট বক্তৃতায় আরও জানানো হয়, গত বছরের ছাত্র-জনতার বিপ্লব দমনে দায়েরকৃত উল্লেখযোগ্য সংখ্যক ফৌজদারি মামলা প্রত্যাহার করা হয়েছে এবং সন্ত্রাস দমন আইন ও সাইবার নিরাপত্তা আইনে দায়েরকৃত মিথ্যা ও হয়রানিমূলক মামলা চিহ্নিত করে প্রত্যাহারের কার্যক্রম চলমান আছে। জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত অপরাধের বিচার নিশ্চিত করতে ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইবুনালস) (অ্যামেন্ডমেন্ট) অর্ডিন্যান্স, ২০২৪’ জারি করা হয়েছে, যার মাধ্যমে আন্তর্জাতিক মান বজায় রেখে মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে।