বুধবার – ২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ –  ১৪ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বুধবার – ২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ –  ১৪ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

মাদুরো ইস্যুতে চড়া সোনার বাজার

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটকের পর বিশ্ববাজারে ভূরাজনৈতিক ঝুঁকি নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ বেড়েছে। এর প্রভাব পড়েছে মূল্যবান ধাতু ও প্রতিরক্ষা খাতের শেয়ারে। এ ঘটনায় নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত সম্পদের দিকে ঝুঁকেছেন বিনিয়োগকারীরা। ফলে সোনার দাম প্রায় ২ দশমিক ৪ শতাংশ বেড়ে আউন্সপ্রতি দাঁড়িয়েছে ৪ হাজার ৪৩৩ ডলারে (৩ হাজার ২৯৩ পাউন্ড)। একই সময়ে রুপার দাম বেড়েছে ৪ দশমিক ৯ শতাংশ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মাদুরোকে আটকের পর ইউরোপজুড়ে প্রতিরক্ষা খাতের শেয়ারও ঊর্ধ্বমুখী হয়েছে। বিনিয়োগকারীদের ধারণা, সাম্প্রতিক ঘটনাপ্রবাহের কারণে সামরিক ব্যয় বাড়তে পারে।

আজ সোমবার দিনের শুরুর দিকে তেলের দাম কিছুটা ওঠানামা করেছে। ব্রেন্ট ক্রুডের দাম শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৬১ দশমিক শূন্য ৬ ডলারে দাঁড়ায়। তবে যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিগুলোর শেয়ার প্রাক্‌-বাজার লেনদেন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ভেনেজুয়েলায় বর্তমানে কার্যক্রম চালানো একমাত্র মার্কিন কোম্পানি শেভরনের শেয়ার ৭ শতাংশের বেশি বেড়েছে।

সাধারণত অস্থিরতা ও অনিশ্চয়তার সময়ে সোনা ও রুপার মতো মূল্যবান ধাতুর দাম বাড়ে। কারণ, এগুলোকে তুলনামূলক নিরাপদ সম্পদ হিসেবে দেখা হয়। গত বছর সোনার দাম ৬০ শতাংশের বেশি বেড়ে ১৯৭৯ সালের পর সর্বোচ্চ বার্ষিক প্রবৃদ্ধি দেখায়। গত ২৬ ডিসেম্বর সোনার দাম সর্বকালের সর্বোচ্চ ৪ হাজার ৫৪৯ দশমিক ৭১ ডলারে পৌঁছায়।

এই ঊর্ধ্বগতির পেছনে কয়েকটি কারণ ছিল—সুদের হার কমার প্রত্যাশা, কেন্দ্রীয় ব্যাংকগুলোর বড় পরিসরে স্বর্ণ কেনা এবং বৈশ্বিক উত্তেজনা ও অর্থনৈতিক অনিশ্চয়তা নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ। খবর: আন্তর্জাতিক গণমাধ্যম